Web Analytics

রাবি গণতান্ত্রিক ছাত্র জোট ও শাহাবাগ বিরোধী ঐক্যের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন শাহবাগ বিরোধী ঐক্যের নেতারা। তারা বলেন, মঙ্গলবার রাতে বামপন্থী নেতাকর্মীরা গায়ে পড়ে হাতাহাতি শুরু করেন। এ সময় শাহবাগ বিরোধী ঐক্যের নেতাকর্মীদের দিকে বাম নেতারা জ্বলন্ত মশাল ছুঁড়ে মারেন। জি. এ সাব্বির লিখিত বক্তব্যে বলেন, দেশের স্বাধীন বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপকারী ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ নামে সৃষ্ট মবের বিরুদ্ধে অবস্থান নিয়ে ও সেই মব ইন-জাস্টিসের বিচার দাবি করে ‘শাহবাগবিরোধী ঐক্যের’ ব্যানারে রাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সাব্বির দাবি করেছেন, তারা চেষ্টা করেও বিপরীত পক্ষের আগ্রাসী ভাবের কারণে সংঘর্ষ থামাতে পারেননি! এছাড়া ছাত্রদলের স্ট্যান্ডের জন্য নিন্দা জানান তারা।

28 May 25 1NOJOR.COM

রাবি`র সংঘর্ষের ঘটনায় শাহবাগ বিরোধী ঐক্যের নেতারা বলেন, বামপন্থী নেতাকর্মীরা গায়ে পড়ে হাতাহাতি শুরু করেন। শাহবাগ বিরোধী নেতাকর্মীদের দিকে বাম নেতারা জ্বলন্ত মশাল ছুঁড়ে মারেন।

Person of Interest

logo
No data found yet!