Web Analytics

বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, ড. ইউনূস সব পথ হারিয়ে এখন লন্ডনে তারেক রহমানের কাছে গেছেন। ১৫ দিন আগেও ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরও ইউনূস সাহেব এক ঘণ্টা সময় দেন নাই; এখন উনি ১২ ঘণ্টা বিমান চালিয়ে গেছেন আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য। সেই কথাটা হবে শুক্রবার। সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়েই যায়। তিনি বলেন, আল্লাহর পবিত্র দিন সব দিন, কিন্তু শুক্রবারটা একটু বেশি। আমি আশা করব ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন আমাদের নেতার সঙ্গে। আরো বলেন, আপনি ইউনূস সাহেব আমার মুরুব্বি। আমার চেয়ে ৯ বছরের বড় আপনি। আমি আশা করব, তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন।

12 Jun 25 1NOJOR.COM

ড. ইউনূস সব পথ হারিয়ে এখন লন্ডনে তারেক রহমানের কাছে গেছেন। সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়েই যায়: ফজলুর রহমান

Person of Interest

logo
No data found yet!