Web Analytics

রাশিয়ার প্রথম দেশীয়ভাবে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত মানবাকৃতি রোবট ‘আইডল’ মস্কোর একটি প্রযুক্তি প্রদর্শনীতে আত্মপ্রকাশের সময় মঞ্চে পড়ে যায়, যা দেশের রোবোটিক্স খাতে পশ্চিমা নিষেধাজ্ঞাজনিত সীমাবদ্ধতাকে স্পষ্ট করে। মস্কোভিত্তিক স্টার্টআপ আইডল কোম্পানির তৈরি এই রোবটটি কয়েক ধাপ হাঁটার পর ভারসাম্য হারিয়ে পড়ে যায়। কোম্পানির প্রধান নির্বাহী ভ্লাদিমির ভিতুখিন জানান, আলোজনিত কারণে রোবটের স্টেরিও ক্যামেরার ক্যালিব্রেশন সমস্যাই দুর্ঘটনার কারণ। পরে রোবটটি সহায়তায় দাঁড়াতে সক্ষম হয় এবং কোনো ক্ষতি হয়নি। আইডল রোবট হাঁটতে, বস্তু ধরতে ও মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং ছয় ঘণ্টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। বর্তমানে এর ৭৭% উপাদান রাশিয়ায় তৈরি, যা ভবিষ্যতে ৯৩%-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ঘটনাটি রাশিয়ার রোবোটিক্স খাতে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় পিছিয়ে থাকার বাস্তবতা তুলে ধরে।

14 Nov 25 1NOJOR.COM

রাশিয়ার প্রথম এআই রোবট আইডল উদ্বোধনীতে পড়ে গিয়ে প্রযুক্তি ও নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা প্রকাশ করে

Person of Interest

logo
No data found yet!