Web Analytics

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাবেক চেয়ারম্যান ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার হাতে নগদ এক কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা রয়েছে। নিজের ৩৫ ভরি ও স্ত্রীর ১২০ ভরি স্বর্ণ রয়েছে। স্ত্রীর নামে ব্যাংকে ১৪ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা এবং ১২ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে।

হলফনামা অনুযায়ী, ববি হাজ্জাজের পেশা থেকে বার্ষিক আয় ২৭ লাখ ৫৫ হাজার ৫২৯ টাকা, শেয়ার থেকে ৮৯ হাজার ৮৯৫ টাকা এবং যৌথ ব্যবসা থেকে ৬ লাখ ৯০ হাজার ৩৬৯ টাকা। তার ব্যাংক জমা ৪ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা এবং কোনো ঋণ নেই। তিনি এমবিএ ডিগ্রিধারী, কোনো মামলা নেই এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এছাড়া তিনি ডেটকো প্রাইভেট কোম্পানির পরিচালক, জ্ঞানী আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার।

হলফনামায় তার মায়ের নাম তানিজ ফাতেমা চৌধুরী উল্লেখ করা হয়েছে, পরিবারের বাড়ি গুলশানে অবস্থিত।

01 Jan 26 1NOJOR.COM

ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের সম্পদ বিবরণী প্রকাশ

Person of Interest

logo
No data found yet!