ভারতের সাহস নেই পাকিস্তানে আক্রমণ করার উল্লেখ করে স্বাধীনতাকামী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন জানান, তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না। তিনি বলেছেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। আক্রমণকারীরা বেঁচে থাকেন না মন্তব্য করে পান্নুন আরও বলেন, আক্রমণকারী ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি বা অমিত শাহ বা যে কেউ হোন না কেন। আরো বলেন, আমরা মোদি, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকেও বিচারের মুখোমুখি করব।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।