অস্ট্রেলিয়ার আদালত বিজেপি নেতা বালেশ ধঙ্করকে পাঁচজন দক্ষিণ কোরিয়ান নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে। ৪৩ বছর বয়সি ধঙ্কর ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে নারীদের ফাঁদে ফেলেন, মাদক সেবন করিয়ে অচেতন করেন এবং নিপীড়নের ভিডিও ধারণ করেন। তিনি এক্সেল শিটে ভুক্তভোগীদের তথ্য সংরক্ষণ করতেন। ৩৯টি অপরাধ, যার মধ্যে ১৩টি যৌন নিপীড়ন, প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। বিজেপি ও মোদি সরকারের নারী সুরক্ষা নীতির প্রশ্ন তুলেছে এই ঘটনা।