Web Analytics

কাতারের দোহায় হামাস-এর শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়। তবে একটাই কথা বলতে পারি — আমরা বন্দিদের ফেরত চাই, কিন্তু এই ঘটনা ঘটার ধরণে আমরা সন্তুষ্ট নই।’ এদিকে ট্রাম্পের কিছু উপদেষ্টা কাতারে ইসরায়েলের হামলার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন মার্কিন কর্মকর্তার মতে, হামলার আগে ট্রাম্পকে জানানো হয়নি — ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান কেইনের মাধ্যমে জানানো হয়। এরপর ট্রাম্প সঙ্গে সঙ্গে দূত স্টিভ উইটকফকে কাতারের কাছে বিবৃতি পৌঁছে দেয়ার নির্দেশ দেন। আরেক মার্কিন কর্মকর্তা জানান, উইটকফ যখন কাতারিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন, তখন ইতিমধ্যেই খুব দেরি হয়ে গিয়েছিল। গত সোমবার উইটকফ নেতানিয়াহুর একজন শীর্ষ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু আলোচনার সময় আগত হামলার খবর তাকে জানানো হয়নি।

10 Sep 25 1NOJOR.COM

দোহায় হামাস-এর শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলি হামলায় আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়: ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!