Web Analytics

আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ হয়েছে, এখন শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। ৩ জানুয়ারি শুরু হয়ে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই নকআউট পর্ব। মোহামেদ সালাহর নেতৃত্বে মিসর প্রথম দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে, আর শেষ দল হিসেবে যোগ দিয়েছে মোজাম্বিক। বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট গ্যাবনকে ৩–২ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে থেকে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে।

একই গ্রুপে ক্যামেরুন ২–১ গোলে মোজাম্বিককে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে এবং তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মোজাম্বিক সেরা চার তৃতীয় দলের একটি হয়ে নকআউটে উঠেছে। ‘ই’ গ্রুপে আলজেরিয়া ৩–১ গোলে ইকুয়েটরিয়াল গিনিকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলবে। অন্য ম্যাচগুলোতে রয়েছে সেনেগাল–সুদান, মালি–তিউনিসিয়া, মরক্কো–তানজানিয়া, মিসর–বেনিন ও নাইজেরিয়া–মোজাম্বিক।

কোয়ার্টার ফাইনাল হবে ৯–১০ জানুয়ারি, সেমিফাইনাল ১৪ জানুয়ারি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৭ জানুয়ারি এবং ফাইনাল ১৮ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।

02 Jan 26 1NOJOR.COM

আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলো শুরু ৩ জানুয়ারি

Person of Interest

logo
No data found yet!