Web Analytics

বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টে পাইপে লিকেজ থেকে বিষাক্ত কালো ধোঁয়া বের হওয়ার একটি ১ মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে। প্লান্ট কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকাল ৪টা ২৭ মিনিটে ফ্লাইএশ সরবরাহ করার সময় এশ সাইলোর একটি পরিদর্শন দরজা খুলে যাওয়ার ফলে কিছু এশ বাইরে নির্গত হয়; যা কোনো ধোঁয়া বা বিষাক্ত কিছু নয়। পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এশ নির্গমন বন্ধ করেন। এরপর থেকে বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। পরিবেশ কর্মী শাহনেওয়াজ চৌধুরী বলেন, আমরা চাই যতদ্রুত সম্ভব ফ্লাই এশ ও কার্বন নির্গমন শূন্যের কোটায় নামিয়ে উৎপাদন চালু রাখতে হবে।

Card image

Person of Interest

logo
No data found yet!