Web Analytics

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়ে বলেন, নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেওয়া হয়, তাতেও এবি পার্টির কোন আপত্তি থাকবে না। ফুয়াদ বলেন, দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তার কারও ভালো করার অভিজ্ঞতা নেই। অথচ এসব ঠিক না করে নির্বাচন করলে সামনের নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা। আরও বলেন, ভোটারের বয়স কমানোর বিষয়টি কমিশন এখনো আলোচনায় আনেনি। ভোটের দিন যাদের বয়স ১৭ হবে তাদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে। ফুয়াদ বলেন, রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে, রোডম্যাপে সেসব নিয়ে কোন কথা নেই। প্রচারণার উপকরণে অনেক খরচ হয়। সাধারণ পোস্টার করবে ইসি—এটা করলে অর্থের অপচয় কমত, পরিবেশও বাঁচত।

29 Aug 25 1NOJOR.COM

ফুয়াদ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়ে বলেন, নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেওয়া হয়, তাতেও এবি পার্টির কোন আপত্তি থাকবে না।

Person of Interest

logo
No data found yet!