বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই ডাক দিয়েছে- গুম খুন চলবে না, জুলাই-আগস্ট ডাক দিয়েছে- ফ্যাসিস্টের বিচার হতে হবে, দুইশ বছর লাগলেও হাসিনার বিচার হতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটা বছর পার হয়েছে, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিচার ব্যবস্থা আরও দ্রুত দৃশ্যমান করতে হবে। হাসিনার বিরুদ্ধে দুইশর বেশি মামলা হয়েছে। অন্তত ২টা মামলার রায় হওয়া দরকার ছিল। হয় নাই, মনে কষ্ট। দুইশ মামলার রায় হলে কত বছর জেল খাটতে হবে? এরপরও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে। ফ্যাসিস্টের কোনো স্থান আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের শাসন বাংলাদেশে হবে না। আরো বলেন, বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্টের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে সব রাজনৈতিক দল যারা মাঠে ছিলাম, তাদের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকবে, ইনশাআল্লাহ। এই ঐক্যের মধ্য দিয়ে লক্ষ্মীপুরকে আমার আপনার মনের মতো করে গড়তে চাই। একটি গুষ্ঠি আমাদের এই ঐক্য বিনষ্ট করতে চায়। কিন্তু আমরা দেবো না। কারণ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি।
জুলাই ডাক দিয়েছে- গুম খুন চলবে না, জুলাই-আগস্ট ডাক দিয়েছে- ফ্যাসিস্টের বিচার হতে হবে, দুইশ বছর লাগলেও হাসিনার বিচার হতে হবে: এ্যানি