Web Analytics

রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক-ছাত্ররা নির্বিঘ্নে ক্লাশে যাবে, ক্লাশ থেকে বের হবে। এখন তো আর আওয়ামী দোসররা নেই। এখন কেন লাশ পড়বে? গত পরশুদিন রাত ১২টার সময় ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। কী অন্যায় করেছিল সাম্য! তিনজন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে? কয়েকদিন আগে সে ফেসবুকে শাহবাগে জাতীয় সংগীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল। তার বিরুদ্ধে এবং জাতীয় সংগীতের পক্ষে একটা পোস্ট করেছে। এটাই কি সেই কারণ? তিনি বলেন, দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সংগীতের পক্ষে তাদের জীবন চলে যায়। রিজভী ভিসির উদ্দেশ্যে বলেছেন, ছাত্রদল নেতারা আপনার কাছে গেছে, আপনি তুই-তোকারি করেছেন। আমরা জেনে গেছি আপনার রাজনৈতিক দর্শন!

15 May 25 1NOJOR.COM

তিনজন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে, প্রশ্ন রিজভীর

Person of Interest

logo
No data found yet!