Web Analytics

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, গত ১৬ বছরে ‘আমাদের অনেক ভুল ছিল। ভুল ছিল বলেই আজকের এই পরিণতি। আজকের অবস্থা হয়তো আমাদের ভুলেরই শাস্তি।’ তিনি বলেন, ২০১২ সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি, ‘সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না।’ বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শোধরাতে হবে বলেও মনে করেন আবদুল হামিদ। তার শ্যালক নওশাদ খান এসবের পাশাপাশি জানান, আবদুল হামিদ পুরোপুরি পারিবারিক আবহেই আছেন। রাজনৈতিক কোনো যোগাযোগ এখন নেই।

13 Jun 25 1NOJOR.COM

২০১২ সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি, সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না! গত ১৬ বছরে ‘আমাদের অনেক ভুল ছিল। ভুল ছিল বলেই আজকের এই পরিণতি: আবদুল হামিদ

Person of Interest

logo
No data found yet!