Web Analytics

গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে এবং ইসরাইলি অবরোধ ভাঙতে বিশ্বের বৃহত্তম সমুদ্র অভিযান “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” গড়ে ওঠে চিকিৎসক, আইনজীবী, শিল্পী, রাজনীতিক ও মানবাধিকারকর্মীদের অংশগ্রহণে। এই অভিযানের নেপথ্যে ছিলেন দশজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব—‘স্টিয়ারিং কমিটি’র সদস্যরা—যারা স্বপ্নকে বাস্তবে রূপ দেন। গ্রিসের ঐতিহাসিক ক্লিওনিকি আলেক্সোপৌলো, তুর্কি-জার্মান কর্মী ইয়াসেমিন আকার, ব্রাজিলের পরিবেশবিদ থিয়াগো আভিলা, ইতালির মারিয়া এলেনা ডেলিয়া, ফিলিস্তিনি সংগঠক সাইফ আবুকেশেক, মালয়েশিয়ার মানবতাবাদী মুহাম্মদ নাদির আল-নুরি, আলজেরিয়ার মারুয়ান বেন গুয়েত্তায়া, তিউনিসিয়ার ওয়ায়েল নাওয়ার, হায়ফা মানসুরি ও নারী অধিকারকর্মী তোরকিয়া চাইবি—সবাই মিলে এই বৈশ্বিক সংহতির প্রতীক। তাদের প্রচেষ্টা প্রমাণ করেছে যে মানবতা ও প্রতিবাদের শক্তি সীমান্ত মানে না; গাজা আজও তাদের ত্যাগ ও সাহসের সাক্ষী।

05 Oct 25 1NOJOR.COM

গাজাবাসীর পাশে জীবন বাজি রাখা সেই দশ সাহসী নায়ক যাদের নেতৃত্বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ভাঙতে চেয়েছিল ইসরাইলি অবরোধ

Person of Interest

logo
No data found yet!