Web Analytics

পটুয়াখালীর বাউফলে কায়না গ্রামে মসজিদের পাশে গানবাজনাকে কেন্দ্র করে কমপক্ষে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- সোহরাব হোসেন (৬৫), মো. ইউসুফ মৃধা (৪৮) ও তার ভাতিজা নাসির মৃধা (৩৫)। মঙ্গলবার রাতে কায়না জামে মসজিদের কাছে জিয়া পরিষদের সভাপতিকে অতিথি করে গানবাজনার আয়োজন করা হয়। চুন্নু মৃধার উদ্যোগে আয়োজিত গানবাজনা রাত ৯টা থেকে ২টা পর্যন্ত চলে। এ নিয়ে সোহরাব মৃধা, ইউসুফ মৃধা ও নাসির মৃধার সাথে চুন্নু মৃধার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে চুন্নু মৃধার নেতৃত্বে দুলাল, লিটন, মজিবর, জসিম ও উজ্জলসহ ১০-১৫ জন তাদের ওপর হামলা করে এবং এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। উভয়পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

03 Apr 25 1NOJOR.COM

গানবাজনাকে কেন্দ্র করে ‘বিএনপির দুই গ্রুপে’ মারামারি, আহত ১০

Person of Interest

logo
No data found yet!