Web Analytics

বাংলাদেশ ব্যাংক আজ থেকে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ হিসেবে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোট প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য শাখায় বিতরণ করা হবে। ১৫২ মিমি বাই ৬৫ মিমি আকারের সবুজ রঙের এই নোটের বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং বিপরীত পাশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি রয়েছে। নোটটিতে রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ, রঙ পরিবর্তনশীল ‘৫০০’ সংখ্যা, লাল-সোনালি টুইস্টেড সিকিউরিটি থ্রেডসহ ১০টি নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য উঁচু ডট, ইউভি আলোতে দৃশ্যমান শাপলা ফুল এবং মাইক্রো প্রিন্টিংয়ে ‘Bangladesh Bank’ লেখা রয়েছে। নতুন নোটটি জাল প্রতিরোধ ও স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।

04 Dec 25 1NOJOR.COM

বাংলাদেশ ব্যাংক আজ নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যসহ শহীদ মিনার নকশার ৫০০ টাকার নোট ছাড়ছে

Person of Interest

logo
No data found yet!