Web Analytics

স্পেনের দক্ষিণাঞ্চল আন্দালুসিয়ায় দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে উভয় ট্রেনই লাইনচ্যুত হয় এবং মোট চার শতাধিক যাত্রী এতে ছিলেন।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানায়, ৭৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর এবং চারজন শিশু রয়েছে। উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে যাওয়ায় উদ্ধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গভীর শোক প্রকাশ করে বলেন, দেশটি এক “গভীর বেদনার রাত” পার করছে। পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, দুর্ঘটনাটি “অত্যন্ত অস্বাভাবিক”, তবে কারণ এখনও জানা যায়নি এবং তদন্তে অন্তত এক মাস লাগতে পারে।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার সব রেল পরিষেবা স্থগিত করা হয়েছে এবং সোমবারও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

19 Jan 26 1NOJOR.COM

আন্দালুসিয়ায় ট্রেন দুর্ঘটনায় ৩৯ জন নিহত, শতাধিক আহত

Person of Interest

logo
No data found yet!