Web Analytics

জার্মানির নেউস শহরে হলোকাস্ট ভুক্তভোগীদের ব্যক্তিগত সামগ্রী ও নথিপত্রের নিলাম ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার পর বাতিল করা হয়েছে। ফেল্‌জমান নিলামঘরটি পরিধেয় ডেভিডের তারা, নাৎসি নথি এবং ইহুদি ভুক্তভোগী ও বেঁচে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত কাগজপত্র বিক্রির পরিকল্পনা করেছিল। আন্তর্জাতিক আউশভিৎস কমিটি (IAC) নিলামটিকে ‘নিষ্ঠুর ও লজ্জাজনক’ বলে আখ্যা দিয়ে জানায়, এসব ঐতিহাসিক উপকরণ জাদুঘর বা স্মৃতিসৌধে সংরক্ষিত হওয়া উচিত। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাও সিকোরস্কি এবং জার্মান সংস্কৃতিমন্ত্রী উলফ্রাম ভাইমারসহ বিভিন্ন কর্মকর্তা নিলামটির নিন্দা জানান। ‘সিস্টেম অব টেরর ভলিউম II’ শিরোনামের এই নিলামে ১৯৩৩–১৯৪৫ সালের নথি ছিল, যার মধ্যে ডাকাউ শিবিরে জোরপূর্বক বন্ধ্যাকরণের রেকর্ড ও দক্ষিণ আমেরিকায় পালিয়ে যাওয়া ইহুদিদের পরিচয়পত্র অন্তর্ভুক্ত ছিল। তীব্র প্রতিক্রিয়ার পর নিলামঘরটি অনুষ্ঠান বাতিল করে ও ওয়েবসাইট থেকে তালিকা সরিয়ে নেয়। ভবিষ্যতে এমন নিলাম রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।