Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তুবাস ও জেনিনের দক্ষিণে কাবাতিয়ায় ইসরাইলি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার থেকে ভারী মেশিনগানের গুলিবর্ষণ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মার্কিন নির্মিত হেলিকপ্টারগুলো তুবাসের ওপর একাধিক রাউন্ড গুলি ছোড়ে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং লক্ষ্যবস্তু এলাকাগুলো এখনও চিহ্নিত হয়নি। কাবাতিয়ার আল-জাকারনেহ পাহাড়ি এলাকায়ও গুলি চালানো হয়েছে, যা জনবসতিহীন অঞ্চল বলে জানা গেছে। গত এক সপ্তাহ ধরে তুবাস গভর্নরেটে ইসরাইলি বাহিনীর টানা অভিযানে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি, শতাধিক আহত এবং বহু গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার কাবাতিয়ায় অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কারফিউ জারি করা হয়েছে। একই দিনে আল-খলিল, রামাল্লাহ, নাবলুস ও তুবাসে ফিলিস্তিনিদের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা জনসেবা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত করেছে। অক্টোবর ২০২৩ থেকে পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে প্রায় ১,১০০ ফিলিস্তিনি নিহত ও ১০,৭০০ জন আহত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত এর আগে ইসরাইলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেছিল।

03 Dec 25 1NOJOR.COM

তুবাস ও কাবাতিয়ায় ইসরাইলি হেলিকপ্টারের গুলিবর্ষণ, পশ্চিম তীরে অভিযান ও কারফিউ জোরদার

Person of Interest

logo
No data found yet!