Web Analytics

গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান লিখেছেন, খুলনায় আজকে সকাল ৭টায় আ.লীগ বিশাল মিছিল করেছে। মিছিল দীর্ঘ হচ্ছে‌। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ.লীগ!’আরও লিখেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আ.লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। যদি আ.লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন, তাহলে আ.লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে, তখন সকলে পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আ.লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট!’

Card image

Person of Interest

logo
No data found yet!