দেশের কোথাও প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালিত না হলেও একমাত্র বরগুনাতেই নিয়মিত পালিত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচি। চলে সরকার হটানোর লিফলেট আর ঈদ উপহার বিতরণ। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে কয়েকশ লোকের মিছিল হয়েছে সেখানে। গোপালগঞ্জেও দলটি প্রকাশ্যে মিছিল মিটিং করতে গিয়ে জনরোষে পড়েছে। ১২ আগস্ট রাতে ভারত থেকে জেলা লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে ফোনে কথা বলেন শেখ হাসিনা। দুর্বার আন্দোলন গড়ার প্রতিশ্রুতি দেন জাহাঙ্গীর কবির। তারপর গ্রেপ্তার হন। বিএনপির আওয়ামী লীগকে ঠেকাতে না পারার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে এক মোল্লা পরিবারে দলের নিয়ন্ত্রণ এবং লীগ নেতাদের সাথে আপোষে যাওয়া! পুলিশও উদাসীন!
এখনো বরগুনা জেলায় প্রকাশ্যে চলে আ.লীগের কর্মসূচি