Web Analytics

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা লেখেন, বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন। এর আগে দেয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন? এদিকে, ডাকসুর ভোটে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। অপরদিকে জিএস প্রার্থী হামীমও ভোট গণনায় জালিয়াতি, কারচুপি ও মেশিনের ত্রুটির অভিযোগ তোলেন।

10 Sep 25 1NOJOR.COM

বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন: উমামা

Person of Interest

logo
No data found yet!