Web Analytics

এনসিপি'র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মূলে ছিল বিলাসবহুল অফিস ও বন্দর কমিটিতে নাম থাকা। এ নিয়ে হান্নান মাসউদ লেখেন, ‘জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি। যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। আর বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।’

19 Apr 25 1NOJOR.COM

নিজস্ব নয়, অফিসে তোলা ছবিটি এনসিপি'র অফিসে, বন্দর অথরিটির নয়, বন্দরে এনসিপির শ্রমিক উইংয়ের উপদেষ্টা: হান্নান মাসউদ

Person of Interest

logo
No data found yet!