Web Analytics

বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জের নারায়ণতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে সংঘবদ্ধ চক্র ১৭ মার্চ খনিজ বালি চুরি করতে থাকে। নারায়ণতলা বিওপির বিজিবি টহল দল ৪০ লাখ ১৪ হাজার টাকা মূল্যের চুরি করা খনিজ বালিবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করলে বালি চুরিতে জড়িতরা বালিবোঝাই ট্রাক্টর ছিনিয়ে নিতে বিজিবি টহল দলে ওপর হামলা করে। হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। পরে সীমান্ত গ্রাম উত্তর ডলুরার শিপনকে প্রধান আসামি, ২৫ জনকে অভিযুক্ত করে সুনামগঞ্জ থানায় বিজিবির পক্ষে মামলা করা হয়।‌এই মামলায় ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!