Web Analytics

বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি কচুপাতার উপর পানি না যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী ও একই সাথে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। জনগণের ভেতরে এই দলের শেকড়। বিএনপি সম্পর্কে অপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বলেন, নবীন দলের কেউ কেউ আগামী নির্বাচনে ৪শ আসনের মধ্যে ৩শ আসন নিজেদের দখলে রাখার আর বিএনপিকে ছাড় দিয়ে পঞ্চাশ থেকে ১শ আসন দেওয়ার কথা বলছেন। এতই যখন আত্মবিশ্বাস, আর দেরি না করে আগামী তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে বলুন সরকারকে। আরো বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগকে হাতপাখা দিয়ে বাতাস দিয়ে কেউ কেউ বলছেন ধানের শীষ নাকি মানুষ চেনে না। ধানের শীষ মানুষ চেনে কিনা, তা আগামী নির্বাচনই বুঝতে পারবেন।

Card image

Related Memes

logo
No data found yet!