Web Analytics

তেহরান জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান বাহিনীর ২৮টি আক্রমণকারী আকাশযান তারা ভূপাতিত করেছে। সূত্র বলছে, ভূপাতিত ২৮টি আকাশযানের মধ্যে রয়েছে: হার্মেস ড্রোন, এটি দূরপাল্লার নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন, যা ইসরাইলিরা প্রায়শই গাজা, লেবানন ও সিরিয়ায় ব্যবহার করে। এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান। ইরান দাবি করেছে, কয়েকটি ম্যানড বিমানও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান বলছে, তারা ইসরাইলি ইলেকট্রনিক হামলার সক্ষমতা রোধ করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!