গ্রেপ্তার শুনানির জন্য আদালতে তোলা হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী দুটি দলের ফ্যাসিস্ট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। কাঠগড়ায় দাঁড়িয়ে তারা শুনানি শুনছিলেন। একপর্যায়ে ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে।’ এ সময় মেননও মুচকি হাসেন। এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়।