Web Analytics

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আনজুমের কবর জিয়ারত করে বলেছেন, কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায়বিচার পায়। শুধু আনজুমের পরিবার নয়, এ দেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায়বিচার পায়। কোনো নয়ছয় বরদাশত করা হবে না। তিনি বলেন, আনজুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়া করেছি। আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেওয়া। আমরা জানতে পেরেছি, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কোনো অপশক্তির বা অন্য কিছুর কাছে নয়ছয় হলে কেউ ক্ষমা পাবেন না। স্বাধীন বিচারে হস্তক্ষেপ হলে আমরা বসে থাকব না। আমরা মজলুমের পাশে থাকব।

Card image

Related Memes

logo
No data found yet!