Web Analytics

সিইসির সঙ্গে বৈঠকে শেষে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, 'রায়ের পর ফাইল ইসিতে এসেছে, গেজেট হবে। ইতোমধ্যে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটার ফলোআপ, আমাদের ইন্টারনাল ডিসকাশন- যেহেতু আমি বাদী ছিলাম, কী হচ্ছে- সেটার একটা আপডেট নেওয়ার বিষয় রয়েছে।' এছাড়া সব প্রক্রিয়া শেষে শপথ গ্রহণের পর ইশরাক হোসেন কতদিনের জন্য মেয়রের আসনে বসার সুযোগ পান, সেই প্রশ্নও ঘুরেফিরে আসছে। তিনি বলেন, এগুলো সবকিছু গেজেটে প্রকাশ হবে, পরবর্তী আরও কার্যক্রম অগ্রসর হবে। আইনজীবী প্যানেলের সঙ্গে মিটিং করব। ইশরাক বলেন, এ পর্যন্ত যা করা হয়েছে আইন ও স্থানীয় সরকারের প্রতিটি ধাপ অনুসরণ করে ও সম্পূর্ণ ‘আইনসিদ্ধভাবে’ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!